ডিজাইন আর রঙের খেলায় ক্যারিয়ার গড়তে

প্রফেশনাল গ্রাফিক ডিজাইন

ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা বেড়ে যাওয়ায় এখন মার্কেটাররা গ্রাফিক্যাল কনটেন্টের দিকে ঝুঁকেছেন। তাই বিশ্বজুড়ে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা এখন আকাশচুম্বী। এক জরিপে দেখা যায়, ভালো একটা লোগোর জন্য একটি ছোট প্রতিষ্ঠানও ৫০০ ডলার পর্যন্ত খরচ করে। আপনি কি ডিজাইনের কাজ করতে ভালোবাসেন? তাহলে আপডেটেড মডিউলে দক্ষ প্রশিক্ষকের সাথে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সটি আপনার জন্যই।

কোর্সের মেয়াদ

 ৬ মাস

লেকচার

৪৮ টি

প্রজেক্ট

৩০+

Play Video

কোর্স ওভারভিউ

একজন সফল গ্রাফিক ডিজাইনার হতে হলে মানসম্পন্ন কারিকুলামে প্রশিক্ষণের পাশাপাশি প্রজেক্ট ভিত্তিক কাজের অভিজ্ঞতা আর মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন । তাই এসব কিছুই একসাথে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের কোর্স মডিউলে। গ্রাফিক ডিজাইন কোর্স থেকে আপনি অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে যেকোনো বিজ্ঞাপন, ব্যানার, টি-শার্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন করতে শিখবেন। তাছাড়াও প্রজেক্ট ভিত্তিক কাজের জন্য পাচ্ছেন আধুনিক ল্যাব ব্যবহারের সুযোগ। এভাবে কোর্সটি শেষ করলে, আপনার বাস্তব কাজের অভিজ্ঞতা থাকবে, যা মার্কেটপ্লেসে দ্রুত সফলতা অর্জনে সহায়ক হবে।

তাই আর দেরি কেনো? গ্রাফিক ডিজাইনের সার্টিফাইড কোর্সে এনরোল করতে আজই বেছে নিন ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট -এর Professional Graphic Design কোর্স।

সফলতার গল্প

আরও দেখুন

কোর্স কারিকুলাম

যেসব সফটওয়্যার শেখানো হয়

Adobe InDesign

Adobe Photoshop

Adobe XD

Adobe Illustrator

Microsoft Office PowerPoint

এই কোর্স যাদের জন্য

ফ্রিল্যান্সিং এ আগ্রহী

চাকুরী প্রত্যাশী

ছাত্র-ছাত্রী

গৃহিণী

gra

গ্রাফিক ডিজাইনে আগ্রহী যে কেউ

প্রবাসী

আপনি যেখানে কাজ করতে পারেন

যেকোনো কোম্পানির লোগো তৈরি থেকে শুরু করে ব্যানার বা পোস্টার ডিজাইনের পেছনের কারিগর হলেন একজন গ্রাফিক ডিজাইনার। এজন্যই দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানিতে গ্রাফিক ডিজাইনের কাজ বেড়েই চলেছে। তাই আপনি যদি এডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স করেন, তাহলে দেশ বা দেশের বাইরে রিমোট জব হিসেবে যেকোনো কোম্পানিতে কাজ করতে পারেন। এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন্সটিটিউটের জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট শিক্ষার্থীদেরকে সাহায্য করে থাকে।

এক জরিপে দেখা গেছে,আর্ট এবং ডিজাইন ইন্ডাস্ট্রিরসাথে জড়িতদের প্রায় ৫৭ শতাংশই ফ্রিল্যান্সিং করে থাকেন। কারণ একজন ফ্রিল্যান্সার স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি ভাল আয় করতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্রিল্যান্সার, ফাইভার, আপওয়ার্ক, লেজিট সহ বিভিন্ন মার্কেটপ্লেসে প্রতিদিন গ্রাফিক ডিজাইন- এর অসংখ্য কাজ আসে। তাই একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনিও হতে পারেন সফল ফ্রিল্যান্সার। করতে পারেন। এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট ইন্সটিটিউটের জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট শিক্ষার্থীদেরকে সাহায্য করে থাকে।

যে সকল পজিশনে জব করতে পারবেন

ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সি ট্রেনিং ইনস্টিটিউট -এর বিশেষ সেবা

অনলাইন লাইভ ব্যাচ

আপনি কি প্রবাসী শিক্ষার্থী? অথবা বাসায় বসে নিজে নিজে স্কিল ডেভলপ করতে ইচ্ছুক? আপনার জন্য ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট চালু করেছে অনলাইন ব্যাচ। আমাদের অফলাইন ব্যাচের মেন্টর, কোর্স মডিউল আর একই রকম সুযোগ সুবিধা নিয়ে লাইভ ক্লাস পাচ্ছেন আপনার পছন্দমতো যেকোনো সময়ে।

রিভিউ ক্লাস

কোর্স চলাকালীন সময়ে কোন টপিক বা ক্লাস বুঝতে শিক্ষার্থীদের যেন কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেজন্যে আমাদের রয়েছে রিভিউ ক্লাসের ব্যবস্থা। প্রতিটি শিক্ষার্থী যাতে ক্লাস থেকেই ১০০% শিখে যেতে পারে তা নিশ্চিত করাই রিভিউ ক্লাসের উদ্দেশ্য। ব্যস্ততার মাঝেও এখন ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট স্কিল ডেভেলপমেন্ট হবে পুরোদমে।

লাইফটাইম সাপোর্ট

ট্রেনিং শেষ হলেও আপনার সঙ্গে সম্পর্ক কিন্তু এখানেই শেষ নয়।। ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট এর শিক্ষার্থী হিসেবে আপনি পাচ্ছেন লাইফ-টাইম সাপোর্ট। অনলাইনে ২৪/৭ সাপোর্ট পাচ্ছেন যেকোনো সময়। আমাদের বিষয় ভিত্তিক অভিজ্ঞ টিম অফলাইন বা অনলাইনে এই সাপোর্ট নিশ্চিত করে থাকেন।

প্র্যাকটিস ল্যাব সাপোর্ট

কোর্স চলাকালীন সময়ে কোনভাবেই যেন শিক্ষার্থীদের নিয়মিত প্র্যাকটিসের ব্যঘাত না হয়, সেজন্যে আমাদের রয়েছে আলাদা ল্যাব সুবিধা। ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট -এর শিক্ষার্থী হিসেবে এই ল্যাবে যেকোনো সময়, যতক্ষণ ইচ্ছা আপনি আপনার কোর্স বিষয়ক কাজের চর্চা করতে পারবেন।

ক্লাস ভিডিও

অনেক সময় শিক্ষার্থীরা ক্লাসে কিছু টপিক বুঝতে পারেন না,তাদের জন্য রয়েছে ক্লাস ভিডিও এর সুবিধা। তাই এখন শিক্ষার্থীরা ক্লাস করতে পারেন নিশ্চিন্তে।যেকোন অসুবিধায় ভিডিও দেখে আপনি নিজেই যেকোন সমস্যার সমাধান করতে পারবেন।

প্র্যাকটিস ল্যাব সাপোর্ট

শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় সিভি পৌছাতে কাজ করে থাকে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। এখান থেকে আপনি পাবেন কোর্স পরবর্তী গ্রুমিং এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক বিভিন্ন সেমিনার। যা ক্যারিয়ার দৌড়ে অন্য যে কারও থেকে আপনাকে এগিয়ে রাখবে অনেকখানি।

ভার্চুয়াল ইন্টার্নশিপ

ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য রয়েছে ইন্টার্নশিপের সুযোগ। ভার্চুয়াল হলেও এখানে বাস্তব অফিসের অভিজ্ঞতা অর্জনের জায়গা রয়েছে। তাই কোর্স শেষ করে আপনি ঘরে বসে ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে কাজ করার সুযোগ পাবেন ভার্চুয়াল ইন্টার্নশিপের মাধ্যমে। তাছাড়া অফিস ওয়ার্কের সুবিধাও থাকছে।

আমাদের শিক্ষার্থীদের কিছু প্রোজেক্ট

মন্তব্য

আমরা বিশ্বাস করি আমাদের প্রতিটি শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট পরিবারের সদস্য। তাই শিক্ষার্থীদের যেকোনো গঠনমূলক মন্তব্য আমাদের ভুল-ত্রুটি শুধরে সামনে এগিয়ে চলার পথে প্রেরণা যোগায়।

ভর্তি চলছে!

অফলাইন (সরাসরি ইনস্টিটিউট) বা অনলাইন (লাইভ ক্লাস)- যে কোন ব্যাচে সুবিধামতো সময় বেছে নিয়ে ভর্তি হতে পারেন এখনই।

কোর্স ফি (অফলাইন)

৳ ৪০,০০০ টাকা

কোর্স ফি (অনলাইন)

৳ ২০,০০০ টাকা

যে সকল মার্চেন্ট নাম্বার এর মাধ্যমে আমরা পেমেন্ট গ্রহন করি

01990779766

01309014614

013090146143

Copyright © 2022 Creative IT Institute. All right reserved |